করোনাভাইরাসের কোনো টিকা যুক্তরাষ্ট্রে অনুমোদিত ও সহজলভ্য হলেও তা সবাইকে নিতে বাধ্য করা হবে না বলে মন্তব্য করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) মার্কিনিদের নিজের ঘর ছাড়া অন্য যে কোনো চার দেয়ালে আবদ্ধ কক্ষের ভেতর মাস্ক পরতে বলার পর বাইডেনের টিকা নিয়ে এ মন্তব্য এল। যুক্তরাষ্ট্র এখন করোনাভাইরাসের ‘উচ্চ পর্যায়ের সংক্রমণ পর্বে প্রবেশ করেছে’ বলে জানিয়েছে সিডিসি। কেবল শুক্রবারই দেশটিতে প্রায় সোয়া দুই লাখ নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত ও আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
করোনাভাইরাসে এখন পর্যন্ত বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে সব মিলিয়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে; মৃত্যু ২ লাখ ৮০ হাজার ছুঁইছুঁই।