যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেট ইউনিভার্সিটিতে গুলির ঘটনায় একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুলিবর্ষণের এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে তারা। কেন্টাকি অঙ্গরাজ্যের রাজধানী ফ্রাঙ্কফোর্টের পুলিশ ও কাউন্টি শেরিফের ডেপুটিরা গুলির খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে ও সন্দেহভাজনকে গ্রেপ্তার করে, সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষ এমনটাই বলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফ্রাঙ্কফোর্ট পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। খবর বিডিনিউজের।
একসময় কেবলই কৃষ্ণাঙ্গদের জন্য প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান কেন্টাকি স্টেট ইউনিভার্সিটি গুলির ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করলেও জানিয়েছে তারা পরে এ বিষয়ে বিবৃতি দেবে। বিশ্ববিদ্যালয়টির এক মুখপাত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, সন্দেহভাজন যাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি শিক্ষার্থী নন। তবে হতাহত দুইজনই শিক্ষার্থী। আর গুলির ঘটনাটি ঘটেছে আবাসিক এক ডরমেটরির বাইরে।












