যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যে একজন স্থানীয় রাজনীতিবিদের কার্যালয়ে ঢুকে তাকে গুলি করার ঘটনা ঘটেছে। তবে তিনি প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় সময় সোমবার সকালে এ ঘটনা ঘটে। কেনটাকির লুইভিল শহরের ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী ক্রেইগ গ্রিনবার্গকে গুলি করে হত্যার চেষ্টা করা ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর বিডিনিউজের। ঘটনার পর গ্রিনবার্গ এক টুইটে বলেছেন, তার দলের লোকজন নিরাপদে আছেন এবং তিনি সময়মত এ বিষয়ে হালনাগাদ তথ্য জানাতে থাকবেন। হত্যাচেষ্টার উদ্দেশ্য কী তা এখনও জানতে পারেনি লুইভিল পুলিশ। পুলিশ জানায়, সোমবার সকালে গ্রিনবার্গের কার্যালয়ে ঢুকে এক ব্যক্তি তাকে গুলি করেন। তবে গুলি গিয়ে লাগে গ্রিনবার্গের পোশাকে। গুলিতে কেউ আহত হয়নি। ঘটনার পরই সেখানে হাজির হয় পুলিশ। গ্রিনবার্গসহ আরও অনেককে অক্ষত অবস্থায় ভবনটি থেকে নিরাপদে সরিয়ে নিতে দেখা যায় কয়েকজন পুলিশকে। লুইভিল পুলিশ প্রধান এরিকা শিল্ডস সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, আজ আমরা নিজেদের খুবই সৌভাগ্যবান মনে করছি। মেয়র প্রার্থীকে গুলির ঘটনা সম্পর্কে জানতে চেয়ে বিবিসি-র পক্ষ থেকে যোগাযোগ করা হলেও পুলিশ কিংবা গ্রিনবার্গের কার্যালয় থেকে কোনও সাড়া পাওয়া যায়নি। লুইভিলের মেট্রো কাউন্সিলের প্রেসিডেন্ট ডেভিড জেমস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ক্রেইগ গ্রিনবার্গকে হত্যা করার চেষ্টাতেই এ গুলি চালানো হয়েছিল। জেমস নিজ চোখে গুলির ঘটনাটি দেখেননি। তবে বলেছেন, ঘটনার পরপরই তিনি গ্রিনবার্গের কার্যালয়ের স্টাফদের সঙ্গে কথা বলেছেন।