যুক্তরাষ্ট্রে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

| বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ১০:০৫ পূর্বাহ্ণ

মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কেন্টাকির লুইসভিলে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি করেছে। এতে কমপক্ষে সাতজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে। বিমানটি লুইসভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাওয়াইয়ের হনলুলুর উদ্দেশে উড়াল দিয়েছিল। খবর বাংলানিউজের।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিমানের বাম ডানায় আগুন ধরে যায় এবং ধোঁয়ার লম্বা রেখা তৈরি হয়। এরপর বিমানটি কিছুটা উপরে উঠে দ্রুত নিচে পড়ে ভয়াবহ বিস্ফোরণে আগুনের বিশাল বলয়ে পরিণত হয়। রানওয়ের পাশের একটি ভবনের ছাদের বড় অংশও ছিঁড়ে গেছে বলে ভিডিওতে দেখা গেছে।

কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কার্গো বিমান বিধ্বস্তের ঘঠনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত ১১ জনের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৪.০৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনেপালে তুষারধসে ৭ পর্বতারোহী নিহত