যুক্তরাষ্ট্রে কমছে মৃত্যু কমছে টিকাদানও

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে মহামারীতে মৃত্যুর গতি অনেকটা ধীর হয়েছে। মৃতের সংখ্যা ৫ লাখ থেকে ৬ লাখে পৌঁছাতে সময় লেগেছে চার মাস। প্রথম এক লাখ মৃত্যুর মাইলফলক স্পর্শ করতেও একই সময় লেগেছিল সেখানে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শীতে মহামারীর সবচেয়ে কঠিন সময়ে মাত্র এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা এক লাফে তিন লাখ থেকে বেড়ে চার লাখ হয়েছিল। সেই গতি কমে আসায় কিছুটা আশার সঞ্চার হয়েছে। কিন্তু টিকাদানের গতিও কমেছে অনেকটা। এখন সেখানে দিনে ১০ লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে। অথচ এপ্রিলে দিনে প্রায় ৩৪ লাখ টিকা দেওয়া হয়েছিল। খবর বিডিনিউজের।
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) হিসাবে, যুক্তরাষ্ট্রে প্রায় ১৪ কোটি ৪০ লাখ নাগরিক দুই ডোজ টিকা পেয়েছেন, যা মোট জনসংখ্যার ৪৩ শতাংশ। আর অন্তত এক ডোজ টিকা পেয়েছেন এমন নাগরিকের সংখ্যা ১৭ কোটি ৩০ লাখের কিছু বেশি, যা মোট জনগোষ্ঠীর ৫২ শতাংশ।

পূর্ববর্তী নিবন্ধমহামারী, টাইফুনের কারণে খাদ্য পরিস্থিতি কঠিন হয়ে পড়েছে : কিম
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৫