যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে নতুন বছর উদযাপনের সময় মানুষের ভিড়ে ট্রাক হানার ঘটনায় শামসুদ্দিন জব্বার একাই জড়িত ছিলেন। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতি অনুগত্য প্রকাশ করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এ তথ্য জানিয়েছে। এর আগে, এই হামলার ঘটনায় ‘একাধিক ব্যক্তি জড়িত ছিলেন’ বলে ধারণা প্রকাশ করেছিল কর্তৃপক্ষ। গত বুধবার ভিড়ের মধ্যে ট্রাক চালিয়ে দেওয়ার ওই ঘটনায় ১৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। পরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ চলাকালে নিহত হন হামলাকারী জব্বারও। খবর বিডিনিউজের।
ঘটনার তদন্ত শুরুর পর জব্বারের সম্পর্কে বেরিয়ে আসছে একের পর এক এসব তথ্য। হামলা ঘটনার আগে জব্বারের ধারণ করা কিছু ভিডিও রেকর্ডিং থেকে জানা গেছে তিনি গান, মাদক ও মদ ঘৃণা করতেন। এফবিআই বৃহস্পতিবার জানায়, টেক্সাসের ৪২ বছর বয়সী মার্কিন সেনাবাহিনীর সাবেক সদস্য শামসুদদীন জব্বার একসময় আফগানিস্তানেও ছিলেন। নিউ অরলিয়েন্সে তিনি একাই হামলা চালান। এফবিআই এর এই বক্তব্য তাদের এর আগে উল্লেখ করা বক্তব্যের বিপরীত। হামলাটিকে সন্ত্রাসী তৎপরতা আখ্যা দিয়েছে এফবিআই।