যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় সাবেক নাসকার চালক গ্রেগসহ নিহত ৭

| শনিবার , ২০ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় একটি আঞ্চলিক বিমানবন্দরে ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সাবেক নাসকার রেসিং গাড়ি চালক গ্রেগ বিফল ও তার পরিবারের সদস্যসহ সাতজন নিহত হয়েছে।

গাড়ি রেসিং কোম্পানি নাসকার এ খবর জানিয়েছে। হাইওয়ে টহল সংস্থার এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন যে গ্রেগ বিফল ওই বিমানে ছিলেন।

দুর্ঘটনাটি তদন্তকারী কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, সেসনা সি৫৫০ মডেলের উড়োজাহাজটি স্থানীয় সময় প্রায় সকাল ১০টা ২০ মিনিটে স্টেটসভিল আঞ্চলিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। খবর বিডিনিউজের।

নাসকার এক বিবৃতিতে জানায়, গ্রেগ বিফেল তার স্ত্রী, কন্যা, পুত্র এবং আরও তিনজনসহ নিহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়, “গ্রেগ শুধু একজন চ্যাম্পিয়ন চালকই ছিলেন, তিনি নাসকার পরিবারের একজন প্রিয় সদস্য ছিলেন।

একজন কঠিন প্রতিদ্বন্দ্বী এবং অনেকের বন্ধু ছিলেন।

রেস ট্র্যাকের বাইরে বিফেলর ভূমিকার কথাও তুলে ধরে নাসকার। গত বছর হারিকেন হেলেনের পর নর্থ ক্যারোলাইনায় উদ্ধারকাজে তিনি নিজের ব্যক্তিগত হেলিকপ্টার ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধার ও ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছিলেন।

বৃহস্পতিবার তার দুর্ঘটনায় মারা যাওয়ার খবরে শোকবার্তা আসতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। নর্থ ক্যারোলাইনার গভর্নর জশ স্টেইন এক্সে লেখেন, “স্টেটসভিল থেকে হৃদয়বিদারক খবর। নাসকার চালক হিসেবে সাফল্যের বাইরেও গ্রেগ বিফেল সাহস ও সমবেদনা নিয়ে জীবন যাপন করে গেছেন।”

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আতিফ আসলাম করছেন ‘প্রাইভেট শো’
পরবর্তী নিবন্ধগ্রীসের উপকূল থেকে ৫৪৫ অভিবাসী উদ্ধার