যুক্তরাষ্ট্রের ৮ শহরে অর্ণব

| মঙ্গলবার , ২২ এপ্রিল, ২০২৫ at ৫:১৮ পূর্বাহ্ণ

শায়ান চৌধুরী অর্ণব, বর্তমানে দেশের অন্যতম গুণী সংগীতশিল্পী। তবে গত কয়েক মাস তাকে খুব একটা গানের জগতে বিচরণ করতে দেখা যাচ্ছে না। অনেকেই বলছেন, জুলাই বিপ্লবের পর যেসব শিল্পী কিছুটা গান থেকে দূরে আছেন, অর্ণব তাদের মধ্যে একজন। যদিও সমপ্রতি দেখা যায়, তিনি বাপ্পা মজুমদারের সঙ্গে কোক স্টুডিওর পরবর্তী গানের প্রস্তুতি নিচ্ছেন।

তবে কোকের তৃতীয় সিজনের গানগুলোর প্রকাশনা থেমে রয়েছে। কবে নাগাদ শুরু হবে, তাও বলতে নারাজ সংশ্লিষ্টরা। এরমধ্যে কয়েকটি অনুষ্ঠানেও গান পরিবেশন করেছেন অর্ণব কিন্তু তা হাতে গোনা। সিঙ্গেল কনসার্টেও তাকে খুব একটা দেখা যায়নি গত কয়েক মাসে। তবে এবার বেশ লম্বা সময়ের জন্য পাড়ি জমিয়েছেন দেশের বাইরে, সেই গানের উছিলাতেই।

জানা গেছে, টানা আটটি শোয়ের জন্য যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন এই শিল্পী। সঙ্গে তার দল ‘অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’। ‘বাংলা ফোক রক ফেস্ট’ শীর্ষক এই সংগীত সফর শুরু হয়েছে ১৯ এপ্রিল থেকে । এদিন তারা পারফরম করেছেন যুক্তরাষ্ট্রের ডালাসে। এরপর ৩ মে গাইবেন মিনিয়াপলিসে। যথাক্রমে তাদের কনসার্ট হবে সিয়াটল, অস্টিন, ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, কলম্বিয়া এবং সর্বশেষ ২৫ মে লস অ্যাঞ্জেলেসে। সফরটির তত্ত্বাবধানে রয়েছে ফ্রিডম এন্টারটেইনমেন্ট লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার জুটি বাঁধছেন ইমন-দীঘি
পরবর্তী নিবন্ধবিশ্বের সবচেয়ে দূষিত শহর আসাম মেঘালয়ের বার্নিহাট