যুক্তরাষ্ট্রের ৫৯ থিয়েটারে সিয়াম-পূজা!

| শনিবার , ২৫ জুন, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিখ্যাত সব থিয়েটারে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে সিয়াম-পূজার ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। ফিলম্যান এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটি নির্মাণ করেছেন এম রাহিম।

২৪ জুন ছবিটি মুক্তি পায় আমেরিকাজুড়ে পৃথিবীখ্যাত বেশ ক’টি মাল্টিপ্লেঙ চেইনে। যার মধ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সিনেমা চেইন এএমসি-এর ১০টি, পৃথিবীর ২য় বৃহত্তম সিনেমা চেইন রিগাল/সিনেওয়ার্ল্ড-এর ২০টি, পৃথিবীর ৩য় বৃহত্তম সিনেমা চেইন সিনেমার্ক-এর ২৪টি, আমেরিকার অন্যতম বড় সিনেমা চেইন হারকিন্স-এর ৪টি এবং শোকেস-এর ১টিসহ মোট ৫৯টি থিয়েটারে।

ছবিটির আন্তর্জাতিক পরিবেশক সজীব বলেন, পৃথিবীর সেরা সিনেমা চেইনগুলোতে যুক্ত হলো বাংলাদেশের সিনেমার নাম। সামার-এর এই সময়ে যখন হলিউড-বলিউডসহ বড় বড় সব ইন্ডাস্ট্রির সিনেমা মুক্তির জন্য লাইন লেগে আছে, তখন বাংলাদেশের একটি সিনেমার জন্য ৫৯টি থিয়েটার ম্যানেজ করা যায়, তখন আনন্দ হয়।

পূর্ববর্তী নিবন্ধট্রেইলারে ‘দিন : দ্য ডে’, মুক্তি ঈদে
পরবর্তী নিবন্ধঢাকায় আসছেন শিল্পা শেঠি