যুক্তরাষ্ট্রের স্কুলে ট্রান্সজেন্ডারের বন্দুক হামলায় নিহত ৭

| বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। বন্দুকধারী একজন ট্রান্সজেন্ডার। নিহতদের মধ্যে তিন শিশু ও তিনজন বয়স্ক মানুষ রয়েছেন। গত সোমবার ন্যাশভিল শহরে ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস ও বিবিসি। আক্রমণকারীর কাছে ওই স্কুলের পুরো নকশা ছিল। হাতে আঁকা ওই নকশায় কোথা দিয়ে স্কুলে ঢোকা যায় তা দেখানো ছিল। খবর বাংলানিউজের।

পুলিশ জানিয়েছে, আক্রমণকারীর কাছে দুইটি সেমিঅটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। ট্রান্সজেন্ডার ওই খুনির নাম অড্রে হেল। তার বয়স ২৮ বছর। পরে পুলিশের গুলিতে তিনিও মারা গেছেন। এ কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় দুইশ’ ছাত্রছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়ুয়া গুলিতে মারা গেছে, সকলের বয়স নয় বছর। এছাড়া স্কুলের তিনজন কর্মীও মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় বিশ্ব নাট্য দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭.১৯ কোটি টাকা