লিওনেল মেসির অর্জনের মুকুটে যোগ হচ্ছে আরেকটি নতুন পালক। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পাচ্ছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা। ফুটবলার মেসি, পাঁচবারের এনবিএ (যুক্তরাষ্ট্রের বাস্কেটবল লিগ) চ্যাম্পিয়ন আরভিন জনসনসহ ১৯ জনকে গতকাল শনিবার হোয়াইট হাউজে এই পদক প্রদান করবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের এই পদক দিয়ে সম্মানিত করে থাকেন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন হিসেবে বিবেচিত মেসি বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন দ’র জিতেছেন রেকর্ড আটবার। একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা, চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ মোট ৪৬ ট্রফি জিতে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় তিনিই। খবর বিডিনিউজের।
বার্সেলোনা হয়ে, পিএসজি ঘুরে ২০২৩ সালের জুনে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। এবারই দলটির হয়ে প্রথম পূর্ণ মৌসুম খেলার সুযোগ পান তিনি। চোটের ধাক্কায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরও দলটির হয়ে ১৯ ম্যাচ খেলে ২০টি গোল করার পাশাপাশি ১৬টি অ্যাসিস্ট করেন ৩৭ বছর বয়সী তারকা। অসাধারণ এই পারফরম্যান্সে ২০২৪ সালে মেজর লিগ সকারের (এমএলএস) মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।
লিও মেসি ফাউন্ডেশনের মাধ্যমে বিশ্বজুড়ে শিশুদের জন্য স্বাস্থ্যসেবা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করা মেসি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন।