যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা, ছাড়া পেলেন জুলিয়ান অ্যাসাঞ্জ

আজাদী ডেস্ক | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা হলো উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের। তিনি দোষ স্বীকার করবেন এবং নিজের দেশে ফিরতে পারবেন। যুক্তরাষ্ট্রের আদালতে বিচারের মুখোমুখি হবেন অ্যাসাঞ্জ। তার ৬২ মাসের কারাদণ্ড হবে। এরইমধ্যে সময়টা যুক্তরাজ্যে জেলে কাটিয়েছেন। ফলে এবার তিনি মুক্ত হয়ে অস্ট্রেলিয়া ফিরতে পারবেন। ইতোমধ্যে জেল থেকে ছাড়া পেয়েছেন অ্যাসাঞ্জ। গুপ্তচরবৃত্তি নিয়ে মার্কিন আইন ভঙ্গ করার জন্য ক্ষমা চাইবেন জুলিয়ান আসাঞ্জ। উইকিলিকস জানায়, অ্যাসাঞ্জ জেল থেকে বেরিয়েছেন। তিনি যুক্তরাজ্যের বাইরে চলে গেছেন। এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে উইকিলিকস জানায়, জুলিয়ান অ্যাসাঞ্জ মুক্ত। ১৯০১ দিন বেলমার্শ কারাগারে কাটানোর পর ২৪ জুন তিনি ছাড়া পান। লন্ডনের হাইকোর্ট তাকে জামিন দেন এবং বিকেলে স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাজ্য ছাড়েন। জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর উচ্ছ্বাসউদ্বেগের মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন তার স্ত্রী স্টেলা। বিবিসি রেডিও ফোর টুডে কে স্টেলা বলেছেন, স্বামীর মুক্তির খবরে তিনি উচ্ছ্বসিত। তার কাছে মুক্তি বিস্ময়কর। ৫ বছর ধরে অ্যাসাঞ্জ এক ভয়াবহ অবস্থার মধ্যে ছিলেন জানিয়ে তিনি বলেন, তারা স্বাভাবিক জীবন কখনও উপভোগই করতে পারেননি। এখন অ্যাসাঞ্জের কারামুক্তি জীবনকে আবার নতুন করে উপভোগ করার আশা জাগিয়েছে। নতুন অধ্যায় শুরু করাটাই এখন তাদের দুইজনেরই চাওয়া। স্টেলার কথায়, সেইসব কষ্টের দিনের অবসান অবশেষে হয়েছে ভেবে এখন যারপরনাই আবেগাপ্লুত তিনি।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের দূরবর্তী পাশ থেকে প্রথম নমুনা এলো পৃথিবীতে
পরবর্তী নিবন্ধফিলিস্তিনি শিশুকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা মার্কিন নারীর