যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির উত্তরাঞ্চলে স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন কারখানায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বাংলানিউজের।
প্রতিবেদনে বলা হয়, ২৩ বছর বয়সী এক তরুণের গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়েছেন। তারা কলম্বিয়া মেশিন কারখানায় কাজ করতেন।
এ ঘটনায় একজন পুলিশ সদস্যও আহত হন। বন্দুকধারীর সঙ্গে গোলাগুলির সময় এ ঘটনা ঘটে। পরে তাকে আটক করা হয়। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।