যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ

১৫ হাজার ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে এ নিয়ম কার্যকর হবে ২১ জানুয়ারি থেকে

| বৃহস্পতিবার , ৮ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা পেতে যেসব দেশের নাগরিকদের ১৫ হাজার ডলার পর্যন্ত ‘বন্ড’ দিতে হবে, সেই তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। এর মানে হল, বাংলাদেশি পাসপোর্টধারী কোনো ব্যক্তি যদি বি১/বি২ ভিসার জন্য যোগ্য হন, তাহলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার বন্ড বা জামানত দিতে হবে। কারো ক্ষেত্রে সর্বোচ্চ জামানত ধার্য হলে বর্তমান বিনিময় হারে তাকে গুণতে হবে প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম পে ডট গভ এর মাধ্যমে বন্ডের শর্তে সম্মতিও জানাতে হবে।

এই জামানতের অঙ্ক নির্ধারণ করা হবে ভিসা সাক্ষাৎকারের সময়। এই অর্থ ফেরতযোগ্য। অর্থাৎ, ভিসা প্রত্যাখ্যাত হলে কিংবা ভিসা পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময় না থাকাসহ অন্যান্য শর্ত মেনে চললে জমা দেওয়া অর্থ ফেরত পাওয়া যাবে। ভিসা বন্ডের শর্তযুক্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশসহ নতুন কয়েকটি দেশের নাম যুক্ত করে মঙ্গলবার হালনাগাদ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর বিডিনিউজের।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সবশেষ হালনাগাদের পর মোট ৩৮টি দেশের নাগরিকরা এই ভিসা বন্ডের শর্তের আওতায় এসেছেন। বাংলাদেশসহ নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে জামানতের নিয়ম কার্যকর হবে আগামী ২১ জানুয়ারি থেকে।

ভিসাধারীরা যাতে নির্ধারিত মেয়াদের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান না করেন, তা নিশ্চিত করাই এ ভিসা বন্ডের মূল লক্ষ্য। তবে জামানত দিলেই ভিসা নিশ্চিত ভেবে নেওয়ার কারণ নেই। ভিসা সাক্ষাৎকারে কনস্যুলার কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুতেও পাশাপাশি দুই বন্ধু
পরবর্তী নিবন্ধ৮ বছর পর আমেরিকা থেকে এল ভুট্টা