যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে গোলাগুলির ঘটনায় ১২ জন আহত হয়েছে। স্থানীয় সময় গত শনিবার রাতে শহরের সাউথ স্ট্রিটের কেনসিংটন ও অ্যালেগেনি এলাকায় ঘটনা ঘটে। টাইমস নাউ’র খবরে জানা গেছে, হামলার ঘটনার পর সাউথ স্ট্রিটের কেনসিংটন ও অ্যালেগেনি এলাকা থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় পুলিশ। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা সঙ্কটাপন্ন। আহতদের ব্যাপারে কোনো তথ্য দেয়নি পুলিশ। খবর বাংলানিউজের।
ফিলাডেলফিয়া পুলিশ হামলার ঘটনা সম্পর্কে এখনই কোনো তথ্য দিতে নারাজ। ভয়েস অব আমেরিকা বলছে, ভাতৃত্ববোধ ও ভালোবাসার শহর হিসেবে পরিচিত ফিলাডেলফিয়া শহরে গত কয়েক বছরে ২ হাজার বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৪১৭ জন।