যুক্তরাষ্ট্রে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থিতার দৌড়ে নামতে যাচ্ছেন রবার্ট এফ কেনেডি জুনিয়র। এরই মধ্যে নির্বাচনী কাগজপত্র জমা দিয়েছেন তিনি। কেনেডির প্রচার দলের কোষাধ্যক্ষ জন ই সুলিভান গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। ৬৯ বছর বয়সী কেনেডি জুনিয়র ঘাতকের হাতে নিহত সিনেটর রবার্ট এফ কেনেডির ছেলে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা। তিনি একজন স্পষ্টভাষী টিকা–বিরোধী প্রচারক।
একটি পরিবেশগত আইন সংস্থার সহ–প্রতিষ্ঠাতা তিনি। মিথ্যা ধারণা প্রকাশ করার কারণে ২০২১ সালে তার একাউন্ট বাতিল করে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম। খবর বিডিনিউজের। যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান দুই রাজনৈতিক দলই নিজেদের প্রেসিডেন্ট প্রার্থী খুঁজে পেতে প্রতিদ্বন্দ্বিতা করে– যাকে বলা হয় প্রাইমারি।
প্রার্থিতার এই দৌড়ে কেনেডি জুনিয়রের জয়ের সম্ভাবনা কম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইঙ্গিত দিয়েছেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। এর আগে ধারণা করা হয়েছিল, এপ্রিলের শুরুতে তিনি প্রচার শুরু করতে পারেন। তবে সহযোগীরা বলেছেন, এ সময়সীমা বাড়ানো হয়েছে।
এর আগে মার্চে কেনেডি টুইটারে ঘোষণা দিয়ে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করার কথা ভাবছেন। সে সময় তিনি বলেছিলেন, আমি নির্বাচন করলে শীর্ষ অগ্রাধিকার হবে রাষ্ট্র এবং করপোরেট শক্তির মধ্যে যে দুর্নীতি গড়ে উঠেছে তার ইতি ঘটানো। এ দুর্নীতি আমাদের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে।
মধ্যবিত্ত শ্রেণিকে ছিন্নভিন্ন করে দিচ্ছে। আমাদের সুন্দর ভূমি এবং পানি দূষিত করে দিচ্ছে। আমাদের সন্তানদের বিষ প্রয়োগ করছে। আমাদের মূল্যবোধ এবং স্বাধীনতা কেড়ে নিচ্ছে। মার্চে নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে কেনেডি বলেছিলেন, তিনি সবচেয়ে বড় বাধা অতিক্রম করে এসেছেন। তা হল, তার স্ত্রী তাকে সবুজ সংকেত দিয়েছেন।