গত ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও পূজা চেরি জুটির সিনেমা ‘গলুই’। এবার সিনেমাটি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। আজ শুক্রবার নিউ ইয়র্কে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় জ্যামাইকা মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাবে। সেখানে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’র। এছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে বলেও জানায় আন্তর্জাতিক পরিবেশনা সংস্থাটা।
জানা যায়, এরই মধ্যে সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউ ইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। তার সঙ্গে শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’র প্রিমিয়ারে অংশ নেবেন শাকিব খান। বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক এস এ হক অলিক বলেন, আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকা প্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।