বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র–জনতার আন্দোলনের সময় শহরের দেয়ালজুড়ে যেসব গ্রাফিতি আঁকা হয়েছে, সেগুলোর একটি আর্টবুক যুক্তরাষ্ট্রের সফররত প্রতিনিধিদলকে উপহার দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের সঙ্গে সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণের পরই এই আর্টবুক প্রকাশের উদ্যোগ নেন বলে তার প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রধান উপদেষ্টা বইটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলকে বলেন, আমি আপনাদেরকে ঢাকা শহরের দেয়ালগুলো দেখার জন্য অনুরোধ করব। এসব গ্রাফিতি এখনো রয়েছে। এগুলো বিপ্লবের পর আঁকা হয়নি। প্রতিবাদ চলাকালীন ছাত্ররা সরকারি বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে এসব গ্রাফিতি এঁকেছিল। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনের সময় ঢাকা গ্রাফিতির রাজধানীতে পরিণত হয়। তরুণ শিল্পীরা এসব দেয়ালকে শক্তিশালী ক্যানভাসে পরিণত করেন। স্লোগান ও কবিতা লিখে কঠোর বার্তা দেন তারা। এই বার্তাগুলো বিপ্লবের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন।
কীভাবে ছাত্ররা তাদের শিল্পকর্মের মাধ্যমে বার্তা পৌঁছাতে বিভিন্ন শ্রেণির মানুষের সহায়তা পেয়েছিল, তা স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তাদের কাছে রং ও তুলি কেনার টাকা ছিল না। কিন্তু অনেকেই তাদের সহায়তা করতে এগিয়ে এসেছিল।