যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ বাংলাদেশের

| বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি, ২০২১ at ৭:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সরকার। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের দায়িত্বহীন বক্তব্য দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য।’ আল কায়দা নিয়ে মাইক পম্পেওর সামপ্রতিক একটি বক্তব্যে বাংলাদেশকে জড়ানোর বিষয়টি গোচরে আসার পরিপ্রেক্ষিতে এই বিবৃতি দেওয়া হয়। খবর বিডিনিউজের।
এতে বলা হয়, তিনি উল্লেখ করেছিলেন, বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের আক্রমণের ভুল আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।
বাংলাদেশ সরকার বলছে, ‘বাংলাদেশ এ ধরনের ভিত্তিহীন বক্তব্য ও মিথ্যাচার দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। বাংলাদেশে আল কায়েদার উপস্থিতির কোনো ভিত্তি নেই।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাস এবং উগ্রবাদের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতার নীতি মেনে চলে এবং এমন ভয়াবহ বিপদ মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধস্ক্র্যাপ চোর চক্রের ৭ সদস্য আটক
পরবর্তী নিবন্ধচট্টগ্রামকে ছাত্রবান্ধব শহর করার তাগিদ