যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে আমন্ত্রণ

আমন্ত্রণ পেয়েছেন ফখরুল ও খসরুও

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৬:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে হতে যাওয়া এ অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেনদলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল শনিবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য দিয়ে বলেছেন, শুক্রবার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে বিএনপি মহাসচিবকে আমন্ত্রণপত্র দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র কংগ্রেসের নেতৃত্বে আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানটি হবে। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে হয়। এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

২০২৪ সালের নভেম্বরে নির্বাচনে আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড টাম্প। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদ শুরু হচ্ছে ২০ জানুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধএকদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়েছে ২ ডিগ্রি
পরবর্তী নিবন্ধইপিজেডে দুই পোশাক কারখানার শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০