যুক্তরাষ্ট্রের নির্বাচন জালিয়াতির অভিযোগে কলঙ্কিত : আন্তর্জাতিক পর্যবেক্ষক

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৬:৫৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের নির্বাচন আইনি অনিশ্চয়তা এবং জনগণের আস্থা ক্ষুন্ন করার নজিরবিহীন প্রচেষ্টায় কলঙ্কিত হয়েছে বলেই অভিমত আন্তর্জাতিক পর্যবেক্ষক মিশন ওএসসিই’র। দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) বলছে, কোভিড-১৯ এর এই সংকটময় সময়েও নির্বাচনটি স্বতঃস্ফূর্তভাবেই প্রতিযোগিতামূলক ছিল এবং তা ভালভাবেই পরিচালিত হয়েছে।
বিবিসি জানায়, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে ওএসসিই মিশন একটি বিবৃতি দিয়ে বলেছে, পদ্ধতিগত ত্রুটি নিয়ে ভিত্তিহীন অভিযোগ, বিশেষ করে নির্বাচনের রাতে বর্তমান প্রেসিডেন্টের তোলা অভিযোগ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান নিয়ে জনগণের আস্থার জন্য ক্ষতিকর। খবর বিডিনিউজের। মঙ্গলবারের ভোটের আগে পোস্টাল এবং আগাম ভোট নিয়ে শত শত মামলা হয়েছে। ব্যালট পোস্ট করা, ব্যালট গ্রহণ করার সময়সীমা এবং প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর থাকার মতো নানা বিষয় নিয়েই মূলত এই মামলাগুলো হয়েছে। রিপাবলিকান নিয়ন্ত্রিত রাজ্যগুলো বলছে যে, ভোটে জালিয়াতি কমানোর জন্য কড়াকড়ি আরোপের দরকার ছিল। অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছে, এসব পদক্ষেপ নাগরিক অধিকার চর্চায় বাধা দেওয়ারই চেষ্টা। নির্বাচনের রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে ভোটকে আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা আখ্যা দিয়েছিলেন। ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবির এখন পেনসিলভেইনিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করতে চায়। কোন প্রমাণ না থাকার পরও তাদের অভিযোগ, এ রাজ্যগুলোতে ভোট জালিয়াতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনের পর কতগুলো ভুল বকলেন ট্রাম্প?
পরবর্তী নিবন্ধসর্বাধিক ভোটের রেকর্ড বাইডেনের