যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা রাজ্যের শার্লট শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শনিবার অভিযান চালানো শুরু করেছে ফেডারেল কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি এ খবর জানিয়েছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের দক্ষিণের অঞ্চলে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান বিস্তৃত হল। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটির দপ্তরের (ডিএইচএস) মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিন বলেছেন, আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তায় হুমকি দূর করতে আমরা শার্লটে ডিএইচএস এর আইন প্রয়োগ জোরদার করছি।
এখানে অবৈধ ভিনদেশি অপরাধীদের শিকার অনেক অনেক মানুষ আছে। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা তদারককারী ডিএইচএস অবৈধ অভিবাসীনবিরোধী এই অভিযানের বিস্তারিত বিবরণ দেয়নি। কতজন আইন প্রয়োগকারী কর্মকর্তা অভিযানে অংশ নিয়েছেন কিংবা কতজন আটক হয়েছে সে সংখ্যাও জানানো হয়নি। তবে সংস্থাটি নর্থ ক্যারোলাইনার কর্মকর্তাদেরকে দোষারোপ করে বলেছে যে, অভিবাসন কর্তৃপক্ষকে সন্দেহভাজনদের আটক করতে দিতে এই কর্মকর্তাদের অস্বীকৃতির কারণেই শনিবার ওই অভিযান চালানো হয়।












