লোহিত সাগরে বিস্ফোরক ভর্তি একটি ড্রোন নৌকার বিস্ফোরণ ঘটিয়েছে ইয়েমেনের হুতিরা, কিন্তু এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। জলপথটিতে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা বন্ধ করার আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও বৃহস্পতিবার এ বিস্ফোরণ ঘটায় ইরান–সমর্থিত গোষ্ঠীটি। আগের দিন বুধবার যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জাপানসহ ১২টি দেশ এক যৌথ বিবৃতিতে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের জন্য হুতিদের প্রতি আহ্বান জানিয়েছিল। হামলা বন্ধ করা না হলে অনির্দিষ্ট ‘পরিণাম’ বহন করতে হবে বলে সতর্ক করা হয়েছিল। এক মার্কিন কর্মকর্তার মতে, এটি ছিল ‘চূড়ান্ত হুঁশিয়ারি’। ইয়েমেনের ক্ষমতায় থাকা হুতিরা ১৯ নভেম্বর থেকে তাদের উপকূল সংলগ্ন লোহিত সাগর ও বাব আল মানদাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদ জানাতে তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করেছে। হুতিদের হামলার কারণে আন্তর্জাতিক জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হচ্ছে। বহু জাহাজ কোম্পানি লোহিত সাগরের জলপথ বাদ দিয়ে পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে দীর্ঘ ও ব্যয়বহুল পথে তাদের জাহাজ গন্তব্যে পাঠাচ্ছে।