যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্যের গাড়ি ছিনতাইয়ের ঘটনায় পাঁচ সন্দেহভাজনকে আটক করেছে ডেলওয়্যার রাজ্য পুলিশ। খবর বিডিনিউজের।
বুধবার ফিলাডেলফিয়া পার্কে বন্দুকের মুখে প্রতিনিধি ম্যারি গে স্ক্যালনের গাড়ি ছিনতাই করা হয় বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনরা স্ক্যালনের গাড়িতেই অবস্থান করছিলেন,এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পাওয়ার পর বিস্তারিত জানানো হবে। পেনসেলভেইনিয়ার পঞ্চম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি স্ক্যালন (৬২) একজন ডেমোক্র্যাট। তিনি ২০১৮ সালের নভেম্বর থেকে প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফিলাডেলফিয়া শহর পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকালে নির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সেখান থেকে নিজের এসইউভির দিকে এগিয়ে যান স্ক্যালন, তখনই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।