প্রথম বার বাংলাদেশের কোন নির্মাতার কাজ উন্মুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ‘হুলু’তে। বাংলাদেশের তরুণ পরিচালক নুহাশ হুমায়ূন এই ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটি কাজ করেছেন, যেখানে পুরো লোকেশন ও শিল্পী বাংলাদেশি। শুটিং-সম্পাদনা শেষে আনুষ্ঠানিক প্রকাশের অপেক্ষায় আছে। যদিও কাজটির বিস্তারিত এখনই কিছু বলতে নারাজ নির্মাতা। তাঁর ভাষ্য, যা বলার হুলু কর্তৃপক্ষই বলবে। সোশাল হ্যান্ডেলে নুহাশ শুধুই জানিয়েছেন, এটি কোনও সিরিজ নয়, সিঙ্গেল প্রজেক্ট। যা নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও তিনি তৈরি করেছেন। প্রজেক্ট বিদেশি হলেও পুরো কাজটির লোকেশন ও শিল্পী বাংলাদেশি। কাজটি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই করা হয়েছে। কাজটি নিয়ে নুহাশ লিখেছেন, ‘আমি নিশ্চিত করে বলছি এটি আমার তৈরি করা সবচেয়ে অদ্ভুত কাজ।’ সবশেষ আন্তর্জাতিক উৎসবে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য ‘মশারি’ প্রশংসা কুড়াচ্ছেন।