যুক্তরাষ্ট্রকে হুমকির পর ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

| বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৬:৫৯ পূর্বাহ্ণ

উত্তর কোরিয়া একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে, সেটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) বলে সন্দেহ করছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা। গতকাল সকালে দূরপাল্লার ওই ক্ষেপণাস্ত্রটি এক ঘণ্টারও বেশি সময় ধরে ওড়ার পর জাপানের জলসীমার কাছে গিয়ে পড়েছে। পিয়ংইয়ং সম্প্রতি তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমানের অনুপ্রবেশের অভিযোগ এনে এর কড়া প্রতিক্রিয়া দেখানোর হুমকি দিয়েছিল। তারপরই কমিউনিস্ট শাসিত দেশটি এ ক্ষেপণাস্ত্র ছুড়ল। খবর বিডিনিউজের।

ফের যুক্তরাষ্ট্রের কোনো বিমান আকাশসীমা লঙ্ঘন করলে সেটি গুলি করে ভূপাতিত করা হবে বলে কয়েকদিন আগে হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। ওয়াশিংটন আকাশসীমা লংঘনের ওই অভিযোগ অস্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৪১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধধর্মীয় বিদ্বেষের বিরুদ্ধে জাতিসংঘে রেজ্যুলেশন পাস