যুক্তরাজ্য প্রবাসী আ.লীগ নেতা এম এ গণির ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান কমিটির উপদেষ্টা বর্ষীয়ান রাজনীতিবিদ এম এ গণি আর নেই। মঙ্গলবার দিবাগত রাত সাড় তিনটায় লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…. রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। এম এ গণির ইন্তেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, এম এ গণি চট্টগ্রাম শহরের পাথরঘাটা এলাকার বদর রহিম সওদাগরের পৌত্র ও সোবহানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সোবহান সওদাগরের দৌহিত্র। এম এ গণি ৪৭ বছর ধরে যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১১ মার্চ থেকে শিব চতুর্দশী মেলা
পরবর্তী নিবন্ধমইনুদ্দীন আহমদ আল্‌-হাসানীর খোশরোজ সম্পন্ন