যুক্তরাজ্য থেকে আসছে তিন কার্গো এলএনজি

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের কোম্পানি টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ারের কাছ থেকে অক্টোবর মাসের জন্য তিন কার্গো এলএনজি কিনছে সরকার। গতকাল মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এলএনজি কেনার এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি অবলম্বন করে এই কেনাকাটা করা হচ্ছে। একটি কার্গোতে প্রতি ইউনিট এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৩৪ ডলার। আরেকটিতে ইউনিট মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৪৪ ডলার। তৃতীয় কার্গোর এলএনজিতে ইউনিট মূল্য ধরা হয়েছে ১১ দশমিক ৫৪ ডলার হিসাবে। খবর বিডিনিউজের।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ বলেন, এক মাস দুই মাস পর পর গ্যাসের দাম বাড়ানোর চাপ ছিল। কিন্তু সেটা আমরা করিনি। আমরা চেয়েছি গ্যাসের সরবরাহ যেন ঠিক থাকে এবং দামও যেন না বাড়ে। আজকে যেসব গ্যাস কেনা হয়েছে এর দামও কমই পড়েছে।

এদিন বৈঠকে সার কেনা এবং পাঠ্য পুস্তক ছাপানোর কয়েকটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে কানাডিয়ান করপোরেশনের কাছ থেকে প্রতি টন ৩৬১ ডলার দরে ৮০ হাজার টন এমওপি সার, প্রতি টন ৫৮৪ দশমিক ৬৭ ডলার মূল্যে মরক্কোর কাছ থেকে ৬০ হাজার টন টিএসপি সার, প্রতি টন ৭৮২ দশমিক ৬৭ ডলার দামে মরক্কোর কাছ থেকে ৪০ হাজার টন ডিএপি সার এবং প্রতি টন ৩৬১ ডলার মূল্যে রাশিয়ার কাছ থেকে ৩৫ হাজার টন এমওপি সার কেনা হবে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ধানক্ষেতের জালে আটকা ১০ ফুটের অজগর, বনে অবমুক্ত
পরবর্তী নিবন্ধসবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশু দুটি, মর্মান্তিক মৃত্যু