যুক্তরাজ্য গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের সভা

| শুক্রবার , ১৪ অক্টোবর, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় লন্ডনে এবারও অনুষ্ঠিত হলো গ্রেটার চিটাগাং অ্যাসোসিয়েশনের সভা ও মিলনমেলা। এতে প্রায় ৪ হাজার লোকের সমাগম হয়। গত রোববার পূর্ব লন্ডনের একটি বিশাল হলে অনুষ্ঠিত পুনর্মিলনীতে যুক্তরাজ্যের শহর থেকে পরিবার-পরিজন নিয়ে লন্ডনে বসাবাসরত চট্টগ্রামের বাসিন্দারা অংশ নেন। এটি ছিলো লন্ডনে গ্রেটার চিটাগাং এসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনীর আয়োজন। স্থানীয় সময় সকাল ১১ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলে উৎসব ও সাংস্কৃতিক আয়োজন। সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় মঞ্চের অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ইসহাক চৌধুরী। আয়োজনের বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন তিনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ কায়সার।
এবারের আয়োজনে মঞ্চে বিশেষ আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও সিনিয়র সিটিজেন অ্যাওয়ার্ড। সংগঠনের ট্রাস্টি চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে লাইফ টাইম এচিভম্যান্ট অ্যাওয়ার্ড প্রদানসহ মোট ৮ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মঞ্চে নানা পর্বের সঞ্চালনায় ছিলেন কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি, লুনা তানজিলা, নূরুন্নবী আলী, মাসুদুর রহমান, ওসমান ফয়সাল, এন এ চৌধুরী টিংকু, মোস্তফা সাঈদ ও শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন সেলিমুল হক, মীর রাশেদ আহমেদ, আরশাদ মালেক, রাজ্জাকুল হায়দার বাপ্পী, আবু নাসের, আলী রেজা, শওকত মাহমুদ টিপু, চৌধুরী জিন্নাত আলী, আক্তারুল আলম, হাসান আনোয়ার, সাজ্জাদুল ইসলাম, মোবারক হোসেন টিটু ও হেফাজুল করিম রাকিব প্রমুখ। দিনব্যাপী এই আয়োজনে মঞ্চ মাতিয়ে রাখেন বিলেতের জনপ্রিয় শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে এভারকেয়ারের স্বাস্থ্য ক্যাম্প
পরবর্তী নিবন্ধআজ শেখ রাসেল ছোটোদের বইমেলা ও শিশুসাহিত্য উৎসব শুরু