যুক্তরাজ্যে বাংলাদেশের টিকা সনদের স্বীকৃতি

| শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

বাংলাদেশে করোনাভাইরাসের টিকার জন্য যে সনদ দেওয়া হচ্ছে, তার স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। এর ফলে যুক্তরাজ্যের অনুমোদিত দুই ডোজ করোনাভাইরাসের টিকা পাওয়ার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইংল্যান্ডে গেলে সেখানে আর দশ দিন কোয়ারেন্টিনে থাকার ঝামেলা পোহাতে হবে না। আগামী সোমবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হবে বলে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
যুক্তরাজ্যের পরিবহন বিভাগ বৃহস্পতিবার এক ঘোষণায় জানায়, বাংলাদেশসহ ৩৭টি দেশের টিকা সনদকে তারা যুক্তরাজ্যে বৈধ টিকা সনদের তালিকায় যুক্ত করে নিয়েছে। যেসব দেশে যুক্তরাজ্য সরকারের অনুমোদিত কোভিড টিকা দেওয়া হয়, সেই তালিকাতেও বাংলাদেশের নাম উঠেছে। যুক্তরাজ্য সরকার এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি টিকার অনুমোদন দিয়েছে। এগুলো হল- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার-বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসন। কেবল এসব টিকা নেওয়া হলেই সেই সনদ গ্রহণ করবে যুক্তরাজ্য। এর মধ্যে প্রথম তিনটি টিকা বাংলাদেশে দেওয়া হচ্ছে। জনসনের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেলেও এখনও টিকাদান কর্মসূচিতে যুক্ত করা হয়নি।

পূর্ববর্তী নিবন্ধজরুরি বিভাগে বেশি রোগী সড়ক দুর্ঘটনার
পরবর্তী নিবন্ধজিয়ার নাম ইতিহাসে খুনি ও বিশ্বাসঘাতক হিসেবে থাকবে : তথ্যমন্ত্রী