যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাত হাসপাতালে ১০ জন

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৯:০৪ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের হান্টিংডন স্টেশনের অদূরে একটি ট্রেনে ছুরি হামলার শিকার হয়েছেন এক ডজন যাত্রী; এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। জরুরি সেবা ৯৯৯ এ ফোন পাওয়ার পর স্থানীয় সময় রাত ৯টা ১৯ মিনিটে তাদের গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে ডনকাস্টার থেকে কিংস ক্রসগামী সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের ট্রেনে। তবে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। কেমব্রিজশায়ার লন্ডনের প্রায় ৮০ কিলোমিটার উত্তরে। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে ক্যামব্রিজ ও পিটারবোরোর মতো এলাকাও এর অন্তর্ভুক্ত। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানিয়েছে, কেমব্রিজশায়ারের ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে; তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ বলছে, এ ঘটনার তদন্তে সহায়তা করবে সন্ত্রাসবিরোধী ইউনিট।

প্রত্যক্ষদর্শী রেন চেম্বার্স নামের এক ব্যক্তি বলেন, রক্তাক্ত হাতে এক ব্যক্তি কামরার ভেতর দৌড়ে এসে চিৎকার করে বলেন-“তাদের কাছে ছুরি আছে, দৌড়াও।” রেন ও তার বন্ধু তখন ট্রেনের সামনের দিকে দৌড়ে যান এবং এক ব্যক্তিকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ১৬.৫১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধনিউ ইয়র্কে মেয়র নির্বাচনের আগে মামদানিকে ফোন ওবামার, প্রচারণার প্রশংসা