গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে এবং দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত মর্মে একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন যুক্তরাজ্যের লেবার পার্টির প্রতিনিধিরা। খবর বিডিনিউজের।
লেবার দলের বার্ষিক সম্মেলনে প্রস্তাবের ওপর এই ভোটাভুটি হয়। ‘দ্য মিডল ইস্ট আই’ এ খবর জানিয়েছে। নজিরবিহীন পদক্ষেপের মানে হল, যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সামপ্রতিক তদন্ত কমিশনের প্রতিবেদন গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। তাছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটিতে অস্ত্র বিক্রিতে পূর্ণ অবরোধ আরোপের বিষয়েও প্রতিবেদনে সমর্থন জানানো হয়।
গত রোববার লিভারপুলে শুরু হয়েছে লেবার পার্টির বার্ষিক সম্মেলন। সম্মেলনে বিভিন্ন নির্বাচনি এলাকা ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা নানা বিষয়ের ওপর প্রস্তাবে ভোট দিচ্ছেন। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন–এর পরিচালক বেন জামাল বলেন, সরকারের জন্য এ এক বড় পরাজয়। লেবার পার্টি অবশেষে স্বীকার করেছে যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। ঐতিহাসিক এই ভোট এখন সরকারের নীতিতে পরিণত হওয়া উচিত। ইসরায়েলের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ এবং অস্ত্র বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করতে হবে, বলেন তিনি। ট্রান্সপোর্ট স্যালারিড ইউনিয়নের (টিএসএসএ) সাধারণ সম্পাদক মারিয়াম এসলামদুস্ত বলেন, আজ লেবার আন্দোলন ইতিহাসের সঠিক পাশে দাঁড়িয়েছে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। লেবার নেতৃত্বের কাছে এই স্পষ্ট বার্তা পৌঁছে গেছে যে, আমরা গণহত্যার অপরাধের মুখে চুপ করে থাকব না।