যুক্তরাজ্যে আরো ৯ হাজার ২৮৪ জন করোনায় আক্রান্ত

| মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১০:৪৯ পূর্বাহ্ণ

যুক্তরাজ্যে গত ২৪ ঘন্টায় আরো নয় হাজার ২৮৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৪০ জনে। রোববার প্রকাশিত দেশটির সরকারি হিসেব থেকে এ কথা জানা গেছে। এদিকে করোনায় দেশটিতে আরো ছয় জন মারা গেছে। এ নিয়ে করোনায় এখানে মারা গেছে এক লাখ ২৭ হাজার ৯৭৬ জন। খবর বাসসের।
করোনার নতুন সংক্রমণের আশংকায় দেশটির বিজ্ঞানীরা আসন্ন শীতকাল পীড়াদায়ক হতে পারে বলে সতর্ক করেছেন। এছাড়া নতুন করে আবারো লকডাউন জারি করা লাগতে পারে বলেও তারা সতর্ক করেন। এদিকে জীবন স্বাভাবিক করার লক্ষ্যে ব্রিটেন, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো করোনা প্রতিরোধী টিকা দেয়ার জন্য রীতিমতো সময়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকাতালান আন্দোলনকারীদের ক্ষমার উদ্যোগ স্প্যানিশ প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধকাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৩