প্রতিবারের মতো যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চট্টগ্রাম অ্যাসোসিয়েশন এবং সিএমইসিসি এর উদ্যোগে ম্যানচেস্টারের কভার ডেল ক্রিসেন্ট পার্কে ঈদের জামাত রবিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
এতে বিপুল চট্টগ্রামবাসী এবং অন্যান্য কমিউনিটির মুসল্লিরাও স্বতঃস্ফূর্তভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করেন। ঈদ জামাত অনুষ্ঠিত হয় গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন সাবেক চেয়ারম্যান ফরহাদ চৌধুরীর তত্ত্বাবধানে।
ঈদ জামাতের ইমাম ছিলেন কোরআনে হাফেজ জুনায়েদ চৌধুরী ও মাসুদ চৌধুরী। ঈদ জামাতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম এসোসিয়েশনের চেয়ারম্যান এস এম ফয়সাল কবির নিক্সন।
ঈদের নামাজ শেষে তিনি সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, বিদেশের মাটিতে ঈদগাহতে ঈদের নামাজ পড়ার আনন্দই আলাদা এবং ভবিষ্যতে পরিকল্পনা করে আরো বড় পরিসরে ঈদ জামাত অনুষ্ঠিত করা হবে।
উল্লখ্য, এই ঈদ জামাত কাউন্সিল কর্তৃক অনুমোদিত এবং স্বীকৃত এবং প্রতি বৎসর এই জামাত অনুষ্ঠিত হবে। আশা করা যায় এই ঈদ জমাত ভবিষ্যতে ম্যানচেস্টারের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ জামাতে পরিণত হবে। ঈদের নামাজের পর সবার সম্মতিক্রমে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়। চট্টগ্রামবসীর নিজস্ব মসজিদ নির্মাণ করার যাবতীয় কাজ সম্পন্ন করবে।
ঈদ জামাতে উপদেষ্টা জাহাঙ্গীর চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম, জাহাঙ্গীর ইসহাক, ইমাম উদ্দীন, সংগঠনের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিবন, বাপ্পী, তানভীর, মোরশেদ, জাহিদ, সামস ইলিয়াস, মহিউদ্দীন, আবু জাহেদসহ অনেকে। এ জামাত বাস্তবায়নে বিশেষ দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী।