কুয়াশা জড়িয়ে গায়ে রতিকান্ত রমণীর মতো
আকাশ ঘুমিয়ে আছে প্রতিবেশী জানালার কাচে ;
কবিকে জাগিয়ে রাখে প্রকৃতির পরিতৃপ্ত মুখ —
ফাল্গুন এসেছে ওই গাছে গাছে যৌবনের রঙে
কে তাকে রাঙিয়ে দেয় চন্দনের সুগন্ধি শোভায়?
কাক ও কোকিল বুকে যে শহর নিঃশব্দে ঘুমায়
সে–শহরে স্বপ্নে ডোম দেখে শুধু লাশ আর লাশ —
লাশবাহী এম্বুলেন্স নড়ে ওঠে কফিনের ডাকে।
ঘরে ও গীর্জায় যারা ঈশ্বরের সঙ্গ পেতে চায়
আলোকিত অন্ধকারে পায় তারা অলৌকিক সুখ;
পায় নাকি! যদি পায় তবে কেন বিশ্ব জুড়ে আজ
মানুষ মারার জন্য অস্ত্র হাতে বাইডেন পুতিন,
ইরান য়্যূরোপ চীন সঙ্গে নিয়ে আরো কিছু দেশ
মহান যিশুর নামে ক্রুসে মারে সভ্যতার ঘোড়া!