অনবদ্য অভিনয়ের মধ্যদিয়ে দর্শকদের হৃদয়ে রয়েছেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু। দক্ষতার সঙ্গে সব ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করেন। বিশেষ করে টিপিক্যাল চরিত্রগুলোতে তার বিকল্প খুব কম। চার দশক ধরে তিনি মঞ্চ, টেলিভিশন ও সিনেমায় অসংখ্য চরিত্রে অভিনয় করেছেন। স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমায় খন্দকার মুশতাক আহমেদের চরিত্রে অভিনয় করেছেন বাবু।
সমপ্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিতে অভিনয়ের বিষয়ে বাবু বলেন, বিতর্কিত মুশতাক আহমেদের চরিত্রে অভিনয় করতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলাম। কারণ পর্দায় দর্শকরা এই চরিত্রে আমাকে দেখলে আক্রোশ প্রকাশ করবেন। এমনও হতে পারে, দর্শক ক্ষোভে পর্দায় জুতা ছুড়ে মারছেন। এমনটি ঘটলেই নিজেকে সার্থক ভাববো।
এদিকে বাবুর প্রশংসায় পঞ্চমুখ তথ্য ও সমপ্রচারমন্ত্রী হাছান মাহমুদও। মন্ত্রী ছবির সেন্সর ছাড়পত্র হস্তান্তর অনুষ্ঠানে বলেন, বাবুর অভিনয় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি সচরাচর যা করেন তাই দেখিয়েছেন। সিনেমা মুক্তি পেলে তাকে পুলিশ পাহারা দিতে হতে পারে।












