যা ঘটেছিল মৃত তিমিটিকে ঘিরে

কক্সবাজার প্রতিনিধি | সোমবার , ৩ মে, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

সামুদ্রিক জোয়ারের ধাক্কায় মাটি থেকে বেরিয়ে আসা সেই মৃত তিমিটি ফের হিমছড়ি সৈকতেই পুঁতে ফেলা হয়েছে। গত ১০ এপ্রিল মৃত তিমিটি ভেসে আসার পর সেখানে মাটি চাপা দেয়া হয়। কিন্তু ঘটনার ২২ দিনের মাথায় রোববার বিকাল ৩টার দিকে সামুদ্রিক জোয়ারে তিমিটি মাটি থেকে বেরিয়ে পড়লে বনকর্মীরা আবারো সেখানেই মাটি চাপা দেয়। গত ৯ ও ১০ এপ্রিল পর পর দুইদিনে দুটি মৃত তিমি ভেসে আসে কক্সবাজারের হিমছড়ি সৈকতে। পরে বনকর্মীরা তিমি দুটি সৈকতেই পুঁতে ফেলে। কিন্তু রোববার বিকালে সাগরের ভাঙনে বেরিয়ে পড়ে দ্বিতীয় তিমিটি। এরপর সৈকতে প্রচন্ড দুর্গন্ধ ছড়াতে শুরু করলে স্থানীয়দের মাঝে নতুন করে আরো একটি মৃত তিমি ভেসে আসার গুজব রটে যায়। খবর পেয়ে বনকর্মী, বিজ্ঞানী ও মিডিয়াকর্মীরা ঘটনাস্থলে ভীড় করেন। পরে আসল বিষয়টি পরিস্কার হয়। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) হুমায়ূন কবীর বলেন, রোববার বিকালে হিমছড়ি সৈকতে আরো একটি মৃত তিমি ভেসে আসার খবরে ঘটনাস্থলে বনকর্মীদের পাঠিয়ে নিশ্চিত হয়েছি যে- আগের তিমিটিই সাগরের ভাঙনে মাটির নিচ থেকে বেরিয়ে এসেছিল। পরে সেটি আবারো পুঁতে ফেলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচলতি মাসে ঘূর্ণিঝড়ের শঙ্কা
পরবর্তী নিবন্ধস্কুল মাঠে ভবন নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ২০, আটক ২