যা খবর চাই আজাদীতে পাই

কোহিনুর শাকি | শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

মানুষ চাহিদার অতিরিক্ত যা কিছু পায় তাই আত্মতৃপ্তিতে পরিনত হয়। চট্টগ্রামের আজাদী সেই রকম একটা দৈনিক আমরা পাঠকরা যা চাই তারও বেশি খবরাখবর এ পত্রিকাতে পাই, ফলে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, প্রাকৃতিক, আন্তর্জাতিক, খেলাধুলা, সাংগঠনিক, বিনোদন বিচিত্রা সহ সকল বিষয়ের দেশ বিদেশের সার্বিক পরিস্থিতির একটা বাস্তব চিত্র সম্পর্কে ধারনা অর্জন করা সম্ভব হয় এর প্রতিটি পাতায় পাতায়। পারিবারিক মূল্যবোধ, যে কোনও সহিংসতা, সামাজিক অবক্ষয় সহ অপরাধ, বিচারহীনতা, নিরাপত্তা সংত্রান্ত সব ধরনের প্রেক্ষাপট এর তথ্যাবলী আলোকপাত করে জনগণের কাছে পৌঁছে দিতে প্রিয় আজাদী অনেক বড় ভূমিকা পালন করে। প্রতিদিনকার নিত্য নতুন সংবাদ আজাদীতে না পড়লে মনে কেমন যেন অস্বস্তির সৃষ্টি হয়। ‘সুখে দুখে স্বপ্ন বুকে’ কলামে পাঠকের নির্বাচিত লিখা ও অভিমত ছবি সহ প্রকাশের কারণে অনেক জানা অজানা লেখকের অভিনব লেখনির সাথে পরিচয় হওয়া যায়, যা সত্যিই প্রশংসনীয়। আর তো আছেই তথ্য কণিকা, এই দিনে আর চিঠিপত্রসহ গঠনমূলক নানা বিষয়ের সমাহার দিয়ে সাজানো আজাদীর সম্পাদকীয় পাতা। তাইতো কবির ভাষায় বলতে ইচ্ছে করে-‘তুমি নির্মল করো, মঙ্গলও করো মলিনও মর্ম মুছায়ে’ সকল মলিনতা মুছে আলোকিত হোক আজাদীর প্রতিটি অঙ্গন, সুবাশিত হোক প্রতিষ্ঠাবার্ষিকীর পথ চলা আজকের দিনে এ প্রত্যাশা সকল সচেতন পাঠক মহলের।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশনার ৬৬ বছরে দৈনিক আজাদী
পরবর্তী নিবন্ধআজাদীর জন্য ভালোবাসা