প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা আলাদা! যে নারী সদ্য মা হয়েছে তার কাছে তার মা হওয়ার অনুভূতির গল্প, যে মানুষটির সদ্য ভালোবেসে বিয়ে করেছে তার কাছে সফল পরিণয়ের গল্প, যে খুব ক্যারিয়ার সচেতন তার কাছে ক্যারিয়ার সফলতার ভাবনা, যে মানুষটি আর্থিক অসচ্ছলতার মাঝেও একটা একটা আসবাব কিনে ঘর সাজায় তার কাছে সেই জীবন সংসারের গল্প! প্রতিটি মানুষের খুশিও আলাদা, আলাদা তার মাত্রাও। কারো জীবনের ছন্দ অন্যের সাথে মেলে না,এমনকি যমজ যারা দৈহিক বৈশিষ্ট্যে একবারেই একই তারাও সমাজ নামক সামাজিক সম্পর্কের ফর্মে বেড়ে উঠে একবারেই আলাদা হয়ে যেতে পারে। সুতরাং যার মাথা তারই ব্যথা সে ব্যথার মাত্রা সেই শুধু অনুভব করতে পারে।