যারা সম্প্রীতি নষ্ট করে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে

কুম্ভ মেলার দ্বিতীয় দিনের সভায় মেয়র

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ১১ দিনব্যাপী আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার দ্বিতীয় দিনের আলোচনা সভা গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুম্ভমেলা উদযাপন পরিষদের সভাপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, পাপ বা অন্যায় করলে আপনাকে শাস্তি পেতে হবে। ধর্ম আমাদের পাপ থেকে বিরত রাখতে পারে, আলোর পথ দেখাতে পারে। তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি একটা চেতনা নিয়ে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করব বলে যুদ্ধ করেছি। সব জায়গায় কিছু দুষ্ট লোক আমাদের প্রতিষ্ঠিত সম্প্রীতিকে নষ্ট করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

বিভাস গুহ ও সুজন করের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট সুব্রত চৌধুরী। আশীর্বাদক ছিলেন বাঁশখালীর ঋষিধাম ও তুলসীধামের স্বামী সুদর্শানন্দ পুরী মহারাজ। উদ্বোধক ছিলেন হাইকোর্টের বিচারপতি শশাংক শেখর সরকার ও তার সহধর্মিণী মুক্তা সরকার।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী পরিমল চৌধুরী, সাধারণ সম্পাদক নিতাই প্রসাদ দাশ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেব, বিমল দে, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শ্যামল দাশ, কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, কুম্ভমেলা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ, অর্থ সম্পাদক তড়িৎ কুমার গুহ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদীপ কুমার গুহ প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধ‘মাদরাসা শিক্ষার উন্নয়নকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার’