যারা শংকার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হচ্ছে

দক্ষিণ আগ্রাবাদে গণসংযোগকালে খসরু

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোট পুল, বাদশা মিয়া ব্রিকফিল্ড রোড, ইসলামীয়া বিক্রফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ, বিল্লা পাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

এসময় খসরু বলেন, একটি গোষ্ঠী আছে যারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সমস্ত মানুষ গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে নেমেছে। আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকামী দেশ তারা বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে। আমাদের দেশের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা নির্বাচনের পক্ষে নাই তারা চাইবে বিভিন্নভাবে নির্বাচন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু দেশের মানুষ চায় তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে, নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে। যারা শংকার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তাদের জায়গায়ই আছে।

খসরু আগামী ১২ তারিখ সুন্দর বাংলাদেশে গড়তে বিএনপিকে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান এসময় উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মোঃ সেকান্দর, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কামাল সরদার, সদস্য সচিব মোঃ মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুর মিয়াসহ স্থানীয় বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিকদল নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধব্যক্তি করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময় ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি
পরবর্তী নিবন্ধ৭৮৬