বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদা বলেছেন, আমরা মসজিদে রাসূলের আদর্শ মানি বলে সেখানে শান্তি। আমরা যদি অশান্তির সমাজ ও রাষ্ট্রে আল্লাহর আইন ও রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারি তাহলে সামগ্রিকভাবে সমাজ হবে একটি সুন্দর সমাজ, এ সমাজ হবে একটি মানবিক ও কল্যাণের সমাজ।
যে সমাজে কোন দ্বন্দ্ব হানাহানি থাকবে না। একে অপরের অধিকার হনন করতে পারবে না। কেউ একজন নিজেকে ঈমানদার দাবী করে শুধু ধর্মীয় ক্ষেত্রে রাসূলকে মানবে কিন্তু জীবন চলার সকল ক্ষেত্রে রাসূলের আদর্শ মানবেন না তাহলে তার এ ঈমানদারীর কোন মূল্য নেই বরং তা হলো মুনাফেকী। আল্লাহ বলেন রাসূল হলেন তোমাদের জন্য সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। জামায়াতে ইসলামী সর্বোত্তম এ আদর্শ সমাজের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। বিগত ষোলটি বছর ফ্যাসিস্ট ও স্বৈরাচারীরা আমাদেরকে রাসূলের সর্বোত্তম এ আদর্শ বাস্তবায়নে জনমত গঠনে কাজ করতে বাধা দিয়েছিল। যারা রাসূলের আদর্শ ও ইসলামী গ্রন্থকে জঙ্গিবাদ বলেছিল তারাই এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে।
সম্প্রতি উপজেলার ফতেয়াবাদ বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আয়োজিত সিরাতুন্নবী স: মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিরাতুন্নবী (স:) মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন হযরত মাওলানা মামুনুর রশিদ নুরী। সিরাতুন্নবী স: মাহফিলে বিশেষ অতিথি অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. আব্দুল হামিদ চৌধুরী ও মাষ্টার নুরুচ্ছালাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি নাহিদুল ইসলাম, মাষ্টার নুরুচ্ছালাম।
ইউনিয়ম আমির মো: ওসমান এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জাহাঙ্গির আলম এর সঞ্চালনায় বিশেষ ওয়ায়েজ ছিলেন মাওলানা শরীয়ত উল্লাহ জিহাদী।
মাহফিলে জামায়াতের উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা সাইফুদ্দীন চৌধুরী, শুরা ও কর্মপরিষদ সদস্য মো: ইমরান হোসেন, এসএম রাশেদ,মো: ইসহাক,মো:নুরুল আলম পারভেজ, লোকমান চৌধুরী, মোজাহের উদ্দিন এনাম,জসিম উদ্দিন সিকদার।