যারা বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় তারা দেশ ও জাতির শত্রু বলে মত প্রকাশ করেছেন চসিকের সাবেক প্রশাসক এবং নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মত প্রকাশ করেন। এসময় তিনি বলেন, করোনা মহামারীর ধকল কাটিয়ে সারাবিশ্বের অর্থনীতি যখন গতিশীল হতে শুরু করেছে ঠিক তখনই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বের অর্থনীতিকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে। যুদ্ধের ডামাডোলে সমগ্র বিশ্ব আজ সংকটময় পরিস্থিতি মোকাবেলা করছে। বিশ্বের উন্নত দেশসমূহের অর্থনীতিও এখন বিপর্যস্ত। বিশ্বব্যাপী বর্তমানে যে সংকট চলছে সে সংকট থেকে বাংলাদেশও দূরে নয়। তারপরও ইউরোপ আমেরিকার তুলনায় প্রধানমন্ত্রী শক্ত হাতে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। প্রয়োজনে আগামী ছয় মাসের জন্য সকল প্রকার ট্যুরিস্ট ও ভিজিট ভিসা বন্ধ রাখারও আহবান জানান তিনি। এছাড়া কৃচ্ছতা সাধনের কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপদান করার অনুরোধ জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।