চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিভিন্ন মেয়াদে বহিষ্কার আদেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুই বছরের জন্য বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হলেন– এমবিবিএস ৫৯তম ব্যাচের মুশফিকুন ইসলাম, আসেফ বিন তাকি, রিয়াজুল ইসলাম জয়, ৬০তম ব্যাচের অভিজিৎ দাশ, মাহমুদুল হাসান, বিডিএস ৩০তম ব্যাচের ইমতিয়াজ আলম, সাজেদুল ইসলাম হৃদয়। এছাড়া ১ বছর ৬ মাসের জন্য বহিষ্কৃতরা হলেন– এমবিবিএস ৬০তম ব্যাচের মো. শামীম আহমেদ ভূঁইয়া, মো. ফয়সাল আহমেদ, ৬১ তম ব্যাচের সাইফ উল্লাহ, ৬২তম ব্যাচের জাকির হোসেন সায়াল, সৌরভ দেবনাথ, মো. নাইমুল ইসলাম, সাদ মোহাম্মদ গালিব, সাজু দাশ, ৬৩ তম ব্যাচের জাবেদুল ইসলাম, বিডিএস ২৯তম ব্যাচের পল্লব বিশ্বাস, জিয়া উদ্দিন, কনক দেবনাথ, শাওন দত্ত, ৩১ তম ব্যাচের জাহিদুল ইসলাম জিসান, ৩২ তম ব্যাচের দেবজিৎ বিশ্বাস। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন–এমবিবিএস ৫৮তম ব্যাচের তৌফিকুর রহমান ইয়ন, ৬০তম ব্যাচের আতাউল্লাহ বোখারী, নাঈমুল মোস্তফা আকাশ, আহসান উল্লাহ, মুকেশ রঞ্জন দে, ৬১তম ব্যাচের হাসিন শাওয়াদ রাব্বি, সুমিত চক্রবর্তী, এইচ আর মাহফুজুর রহমান, মুনান খান, মাশফি জুনায়েদ, আহসানুল করিম মাহারুস, মো. হাসান রাব্বি, এবিএম তৌহিদুল হাসান, ৬২ তম ব্যাচের মো. এনামুল হাসান সীমান্ত, এইচএম আসহাব উদ্দিন, সৌরভ বেপারি, ৬৩তম ব্যাচের হাসিবুল ইসলাম নিলয়, রজত আচার্য্য, মো. মেহেদী হাসান, প্রীতম দে অনিক, রাহুল সুশীল, জাকি আল হাসান, মো. মাহফুজুর রহমান, সৌরেন বড়ুয়া, তাফহিমুল ইসলাম, ৬৪ তম ব্যাচের শেখ রিমন হোসাইন, মো. শাহরিয়ার রহমান, মো. তাইফুল ইসলাম তামজেদ, নাফিস বিন মুক্তাদির, মো. ইয়াসীন আরাফাত আলিফ, মো. রাকিবুল ইসলাম, ৬৫তম ব্যাচের শিক্ষার্থী ফাতিন আহবাব ইশমাম, বিডিএস ৩০তম ব্যাচের মো. হাবিবুল্লাহ হাবিব, ৩১তম ব্যাচের মো. মাহতাব উদ্দিন রাফি, মোহাম্মদ আনিস, অর্ঘ্য সিকদার, ৩২ তম ব্যাচের জয়ন্ত নাগ তীর্থ এবং বিডিএস ৩৩তম ব্যাচের ফয়সাল আজিজ রিয়াদ। অপরদিকে ৬ মাসের জন্য বহিষ্কৃতরা হলেন– এমবিবিএস ৬০তম ব্যাচের ফয়েজ উল্লাহ, ৬২তম ব্যাচের উৎস দে, মাহিন আহমেদ, জুলকাফাল আহমেদ শোয়েব, ৬৩তম ব্যাচের শিক্ষার্থী পুজন সাহা, অগাস্টো দীপ নিলয়, শেখ শামীম হাসান, ৬৪তম ব্যাচের শিক্ষার্থী সৌরেন চক্রবর্তী, আর্য দেব সরকার, মো. মোস্তাফা জামিল, ৬৫তম ব্যাচের আবদুল্লাহ মোহাম্মদ ওমর, বিডিএস ৩০তম ব্যাচের আল নিবরাজ বিন হোছাইন, ৩৩তম ব্যাচের মো. শাহাদাত হোসাইন এবং বিডিএস ৩৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রেয়স্কর সাহা।