জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। যে কারণে বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। গত বৃহস্পতিবার পটিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পটিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরাফাত শাকিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, প্রধান আলোচক ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আ ক ম সামশুজ্জমান চৌধুরী, বিজন চক্রবর্তী, অধ্যাপক হারুনুর রশিদ, প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, বক্তব্য রাখেন মোরশেদুল আলম, রুহুল আমিন, আবু তৈয়ব সোহেল, সাইমা ইসলাম প্রমুখ।