‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে উপজীব্য করে পার্বত্য জেলা রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। গতকাল শনিবার রাঙামাটির কুমার সুমিত রায় জিমনেশিয়াম প্রাঙ্গণে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে জেলাপ্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এমএ আকমল হোসেন আজাদ, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার, রাঙামাটির পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন, সিভিল সার্জন নূয়েন খীসা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এসএম সাজ্জাদ হোসেন, উত্তর বন বিভাগের ডিএফও মোহাম্মদ হোসেন, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের ডিএফও ড. জাহিদুর রহমান মিয়া ও অশ্রেণীভুক্ত বনাঞ্চল বনীকরণ বিভাগের ডিএফও সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘পরিবেশের বিষয়ে এই অঞ্চলে আদিকাল থেকে যারা বসবাস করে আসছে তারা যথেষ্ট সচেতন। কারণ আমি দেখি না যে পাহাড়ধস তাদের উপরেই এসে পড়ছে। পাহাড়ধস তাদের বাড়ি–ঘরে হয় না। প্রকৃতিকে যারা চেনে না তাদের ওপর পাহাড় ধস হয়। যারা চেনে না তারা প্রকৃতির বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয়।’ পরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এর আগে, জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
প্রসঙ্গত, আগামী ৮ আগস্ট সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শেষ হবে। এবারের মেলায় বন বিভাগের স্টলসহ ২০টি স্টল বসেছে।