যারা নিবেদিতপ্রাণ, তারা স্বীকৃতির আশায় থাকেন না

পোর্ট্রেটের অনুষ্ঠানে বক্তারা

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩২ পূর্বাহ্ণ

যারা নিবেদিত প্রাণ, তারা কোনো দিন স্বীকৃতির আশায় থাকে না, নীরবে নিভৃতে সমাজের জন্য কাজ করে যান। তাঁদের সম্মানিত করা মানে নিজেরাই সম্মানিত হওয়া। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোকচিত্র বিষয়ক পত্রিকা পোর্ট্রেটের উদ্যোগে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সাংবাদিক নিরুপম দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার। বক্তারা আরো বলেন, পোর্ট্রেট ৩১ বছর ধরে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রেখে চলেছে। শিল্প সংস্কৃতিতে অবদান রাখায় গুণীজনকে সম্মাননা প্রদান করে আসছে সংগঠনটি। স্বাগত বক্তব্য দেন, অনুষ্ঠানের আহ্বায়ক মিথুন দত্ত। বক্তব্য দেন, পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী। অভিমত ব্যক্ত করেন সংবর্ধিত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ গণি, রাজনীতিক সৈয়দ মাহমুদুল হক, আবদুর রহিম, চলচ্চিত্র অভিনেতা পংকজ বৈদ্য সুজন, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, নাজিম উদ্দিন সোহাগ। বক্তব্য দেন, সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংবাদিক আসিফ সিরাজ, লায়ন মিন্টু দাশ, পিযুষ তালুকদার, সুভাষ দে, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চোধুরী, নাসির মিয়া, শেখ আদনান শুভ প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আলাউদ্দিন তাহের, অনিমেষ চক্রবর্তী, জুয়েল পাল, আলতুষি, সুইটি ও মাহবুবুর রহমান সাগর। সঞ্চালনায় ছিলেন প্রভাস দে বাবু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়ে সরকারি হাইস্কুলের সামনে ওয়াকওয়ে নির্মাণের দাবিতে স্মারকলিপি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে চিরাই ও গোল কাঠ জব্দ