যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা কোনোভাবে দেশপ্রেমিক নয়

চন্দনাইশে চারা বিতরণকালে শ্রম প্রতিমন্ত্রী

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩ আগস্ট, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশ যখন বিশ্ববাসীর কাছে রোল মডেল হয়েছে ঠিক তখনই বিএনপিজামায়াত মাথাচাড়া দিয়ে উঠেছে। আজকে কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে ধ্বংস করার মিশনে নেমেছে। তাদের উদ্দেশ্য কি আজ সাধারণ মানুষ বুঝতে পেরেছে। তিনি বলেন, তারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার কোন দেশপ্রেমিক মানুষের দ্বারা সম্ভব নয়। যারা জঙ্গি, যারা এখনো পাকিস্তানি স্বপ্ন দেখে, যারা আমাদের উন্নয়নকে বিশ্বাস করে না, যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই আজকে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

গতকাল শুক্রবার সকালে চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ, বৃক্ষরোপণ ও চারা বিতরণ এবং সহায়ক উপকরণ, সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আকতার চৌধুরী, দোহাজারী পৌরসভার মেয়র মো. লোকমান হাকিম, ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক (হাশিমপুর), আবদুর রহিম চৌধুরী, (বরকল), মো. আবদুল আলীম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় টর্নেডোর আঘাতে ৪ বসতঘর বিধ্বস্ত
পরবর্তী নিবন্ধআজ দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা