চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, এদেশ সকল সম্প্রদায়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে আজ বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছেন। দেশের অভূতপূর্ব উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল অতীতের মতো এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপতৎপরতা চালাচ্ছে। তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি গত ১৮ নভেম্বর জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি আয়োজিত রাস মহোৎসবের ১ম দিবসের ২য় পর্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সহস্র প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তিনি বলেন, একটি মহল দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টসহ দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা ধর্মের দোহাই দিয়ে অপকর্মে লিপ্ত রয়েছে তারা দেশ ও জাতির শত্রু। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।
নগরীর জেএম সেন হলে সমাবেশে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুকুমার চৌধুরী। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন।
বক্তব্য দেন জন্মাষ্টমী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, লায়ন ডা. বিধান মিত্র, লায়ন শংকর সেনগুপ্ত, রতন আচার্য্য, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, শ্রীপ্রকাশ দাশ অসিত, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, শিবু প্রসাদ দত্ত, অরূপ রতন চক্রবর্তী, সজল দত্ত, অ্যাড. টিপু শীল জয়দেব, সুকান্ত মহাজন টুটুল, প্রকৌশলী সুভাষ গুহ, লায়ন পিন্টু দাশগুপ্ত, পরেশ চন্দ্র চৌধুরী, লায়ন দিলীপ কুমার ঘোষ, আশীষ চৌধুরী, সলিল কান্তি গুহ, প্রকৌশলী সন্জীব বৈদ্য, ডা. বিজন নাথ, লায়ন সন্তোষ কুমার নন্দী, দীপক পালিত, রিপন রায় চৌধুরী, প্রণব সাহা, পরিমল দত্ত, সুভাষ চন্দ্র দাশ, সুভাষ বিশ্বাস, লিটন কান্তি দত্ত, রতন রায়, অমিত ঘোষ, রাসেল দত্ত, অনুপম দাশ অপু, বাবু দাশগুপ্ত, রুপন গুহ, প্রকৌশলী তুহিন রায় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।