যারা দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় তারা দেশ ও জাতির শত্রু

স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে আ জ ম নাছির উদ্দিন

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১১:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের একাংশের (১২ নেতা) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল বাদে যোহর কদম মোবারক শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ..ম নাছির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।

এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ..ম নাছির উদ্দিন বলেন, যারা দেশের উন্নয়নকে ধ্বংস করতে চায় তারা দেশ ও জাতির শত্রু। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু হত্যার সে কুচক্রি মহল বিএনপিজামাত আজও এই বাংলাদেশ ও বাংলাদেশের উন্নয়নকে মেনে নিতে পারছে না। তাদের মূল উদ্দেশ্য ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই এগিয়ে যাওয়াকে যারা মেনে নিতে পারছে না তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধা বঞ্চিতদের মাঝে খাবার বিতরণ সহ নানা মানবিক কর্মসূচীর মাধ্যমে মানুষের পাশে থাকার যে মহতি উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়।

পূর্ববর্তী নিবন্ধইনার হুইল ক্লাব অফ গ্রীণ হিলস চিটাগংয়ের প্রথম সভা
পরবর্তী নিবন্ধবান্দরবানে পাঁচদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা